প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৮:০৩ পি.এম
রংপুরের মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস প্রত্যাহার।

রংপুরের মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাস প্রত্যাহার।এব্যাপারে তাঁর সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন। মিঠাপুকুরে তছলিম উদ্দিন ৫০নামে এক নৈশপ্রহরীকেবৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগে প্রকাশ। এ ঘটনা উপজেলার শঠিবাড়ীতে গত ৮আগষ্ট শনিবার ভোরে ঘটেছেবলে প্রত্যক্ষ দর্শিরা জানান।শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে নৈশ প্রহরী মারা যায় তার গ্রামের বাড়ী দুর্গাপুর ইউনিয়নস্থ শীতলগাড়ী গ্রামে।তার বাবার নাম মৃত নিজাম উদ্দিন। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করেছেন।
ঘটনায় নিহত তছলিম এর ছেলে ইয়াসিন ১০জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন। ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈশপ্রহরীপিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে। শনিবার ভোররাতে তার দায়িত্বপালনে সাহেব আলীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রমজান আলী১৮ নামে ১ চোরকে আটক করে। সে পাশের পীরগঞ্জের জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে রমজান বলে,নৈশপ্রহরী তছলিমও ঐ চুরির সঙ্গে জড়িত করে । এ কথা শুনে স্থানীয়লোকজন ঐ দুই জনকে গণপিটুনি দেয়,মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাফর আলী
স্যার কে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।এব্যাপারে অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাসের সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন বলে এ প্রতিনিধিকে জানান।গণপিটুনির মামলার তদন্ত চলছে। জাফর আলী বিশ্বাসের বিরুদ্ধে সাধারন মানুষের অসখ্য অভিযোগ রয়েছেবলে অভিজ্ঞ মহল মনে করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy