রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি্ঃ
রংপুরের স্বেচ্ছাসেবী ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রংপুর মহানগরীর মুন্সিপাড়াস্থ মিতালী সংঘ রেজিঃ নং ৭৬/৭৪ এর ৪৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি মিতালী উৎসব ২০ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে । ঐ দিন রাত সাড়ে ৮ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপি এই উৎসবের শুভ-উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রংপুর সিটি কর্পোরেশন-এর বিজিত ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো: মেহেদি হাসান বনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোরট্রেস গ্রুপ, রংপুর অফিস-এর সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মো: নুর নবী সরকার ও কণ্ঠশিল্পী মোঃ আল আমিন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৭৪ থেকে ২০২১ খৃষ্টাব্দ পর্যন্ত মৃত্যু বরণকারী মিতালী সংঘের সম্মানিত উপদেষ্টা, সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যগণের সম্মানে ১ মিনিট নিরবতা পালনসহ বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে সৃষ্টিকর্তা আল্লাহ্র নিকট প্রার্থনা করা হয় । গত ২০০০-২০২০, ২ দশকের সফল সভাপতি শরিফ আহমেদ খান রিমেটের সভাপতিত্বে বর্তমান ২০২০-২০২২ সেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণের সঞ্চালনায় স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন ১৯৯৪-৯৬ সেশনের যুগ্ম সম্পাদক গুলশান আহমেদ খান ১৯৯৬-৯৮ সেশনের যুগ্ম সম্পাদক কণ্ঠশিল্পী মোঃ আল আমিন, ১৯৯৪-৯৬ সেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসিন কলিন্স, ২০০৪- ০৬ সেশনের সাহিত্য সম্পাদক কণ্ঠশিল্পী সাব্বির হোসেন পরাগ, ২০১২-১৪ সেশনের সহ সভাপতি মিজানুর রহমান বিপ্লব, বর্তমান২০২০-২০২২ সেশনের কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক সাবরিনা আকতার সুপ্রা, সাহিত্য সম্পাদক মোছাঃ আফরোজা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন মিয়া, নির্বাহী সদস্য মুশফিকুর রহমান জিম, সদস্য রাগিব হাসান, সদস্য নূরে মেহেরু শিমুল, মোছাঃ মবিনা খাতুন, মোঃ রবিউল ইসলাম রইদ্র, মোঃ মোস্তাহিন বিল্লাহ, মোছাঃ মুক্তা, মোছাঃ জিন্নাহ , মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, মিতালী ললিতকলা একাডেমীর সভাপতি নাট্যকার নিজামুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী রাহেল চৌধুরী পিনটু কোষাধ্যক্ষ মোঃ সাবিল হোসে্ন মিতালী গ্রন্থাগার রেজিঃ নং ১৭/ ১৪ এর সভাপতি সাংবাদিক কানিজ আফরিনা খান কণা সাধারণ সম্পাদক মোছাঃ বেবি বেগম মিতালী ব্ল্যাড ব্যাংক (বডি টু বডি) এর সভাপতি রংপুর সিটি প্রেসক্লাব সাধারন সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক উম্মুল খায়ের ফাতেমা লিজা, কোষাধ্যক্ষ আপেল মাহমুদ, মিতালী পথশিশু সুরক্ষা প্রকল্প নির্বাহী পরিচালক রংপুর উইমেন্স চেম্বার ডিরেক্টর চন্দনা আহমেদ। পরে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রংপুর সিটি কর্পোরেশন এর বিজিত ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মেহেদি হাসান বনি অনুষ্ঠানের সভাপতি ও অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে মাসব্যাপি এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
মাসব্যাপি উৎসবের মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, বৃক্ষ রোপণ, বিতরণ, স্বেচ্ছায় বডি টু বডি রক্তদান, কেক কাটা , মিতালী গেট টুগেদার, আবৃত্তি কর্মশালা, প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, ২৪ ডিসেম্বর শুক্রবার রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা, গুণিজন সম্মাননায় মিতালী পদক প্রদান ও ম্যাগাজিন অনুষ্ঠান-মিতালী পরিবেশিত হবে । গত ২০ অক্টোবর মিতালী সংঘের সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে এই উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয় । উৎসবের প্রতিটি কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে মিতালী সংঘের সভাপতি শফিকুর রহমান ডানো সাধারন সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ কোষাধ্যক্ষ সাংবাদিক শামসুল ইসলাম বুলবুল মিতালী গ্রন্থাগার রেজিঃ নং ১৭/ ১৪ এর সভাপতি সাংবাদিক কানিজ আফরিনা খান কণা সাধারন সম্পাদক মোছাঃ বেবি বেগম কোষাধ্যক্ষ সুফিয়া আকতার স্মৃতি মিতালী ললিতকলা একাডেমীর সভাপতি নাট্যকার নিজামুল ইসলাম বাবলু সাধারন সম্পাদক কণ্ঠশিল্পী রাহেল চৌধুরী পিনটু কোষাধ্যক্ষ মোঃ সাবিল হোসে্ন মিতালী ব্ল্যাড ব্যাংক (বডি টু বডি) এর সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক উম্মুল খায়ের ফাতেমা লিজা কোষাধ্যক্ষ আপেল মাহমুদ, মিতালী পথশিশু সুরক্ষা প্রকল্প চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ মুরাদ, নির্বাহী পরিচালক রংপুর উইমেন্স চেম্বার ডিরেক্টর চন্দনা আহমেদ অর্থ পরিচালক সাংবাদিক শামসুল ইসলাম বুলবুল অনুরোধ জানিয়েছেন ।