রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
রংপুরের হারাগাছে অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট । এসময় দুইটি কারখানার মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র্যাব-১৩ ও বিএসটিআই এর সহযোগিতায় রংপুরের হারাগাছ এলাকায় অবস্থিত নিশাত কয়েল ফ্যাক্টরি ও কাজল কয়েল ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়। নিশাত কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা ও কাজল কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় নকল কয়েল কারখানার সন্ধান পাওয়া যায়। এই সূত্র ধরে নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এসব কয়েল মানবদেহের জন্য ক্ষতিকর। পাশাপাশি এই কারখানা ও কয়েলের কোন ধরনের নিবন্ধন ও
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy