রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
আজ (১ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১১:৩০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ সাহেবের আমন্ত্রণে প্রেসক্লাব, রংপুর-এ Ôঅপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহা: আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, কমিশনার ও সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব, রংপুর-এর সভাপতি রশীদ বাবু। রংপুরের সাংবাদিক মহল ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তাগণ তাঁদের স্ব-স্ব মূল্যবান বক্তব্য পেশ করেন। আলোচকগণ সকলই এক মত হন যে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও মিডিয়ার যোগসূত্র না থাকলে কখনো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ সাংবাদিক সমাজের কাছে আইন প্রয়োগকারী সংস্থা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পেয়ে থাকেন এবং সেই তথ্যের আলোকে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসল অপরাধী সনাক্ত করতে সক্ষম হন। তাই প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে ঐক্যমত গড়ে তুলে একসাথে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy