রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহন করা প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। শনিবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ থেকে এ চালান আটক করা হয়। রোববার বিকেলে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী জানান, হারাগাছে নিবন্ধন ছাড়া বিড়ি উৎপাদন, নকল ব্যান্ডরোলের ব্যবহার রুখতে অভিযান পরিচালনা করে আসছে কাস্টমস্ বিভাগ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাসারের নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহনের সময় কার্ভাড ভ্যানসহ নিবন্ধন ছাড়া প্রজাপতি, যমুনাসহ বিভিন্ন নামের ২৯ লাখ ১২ হাজার শলাকা বিড়ি আটক করা হয়। যার মূল্য ২০ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা। কমিশনার শওকত আলী সাদী বলেন, আটককৃত বিড়ি থেকে সরকারের ৯ লাখ ৪৩ হাজার ৪৮৮ টাকা রাজস্ব আদায় হতো। এ নকল বিড়িগুলো গোটা দেশে সরবরাহ করা হতো। রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy