রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
উন্নত স্যানিটেশন নিশ্চিত করি-করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও হাত ধুয়ে ও টি-শার্ট বিতরনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সুলতান আহমেদ।
আন্তর্জাতিক বে-সরকারি সংস্থা ওসাপ-বাংলাদেশ সহযোগিতায় করোনা পরিস্থিতির কারনে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে র্যালী করার উপর নিষেধাজ্ঞা থাকায় র্যালীর পরিবর্তে রিক্সা চালকদের মাঝে দিবসের প্রতিপাদ্য সম্বলিতটি-শার্ট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থী ও নাগরিকদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম, প্রয়োজনীয়তা তুলে ধরেন একজন শিক্ষার্থী।
পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে বিভাগীয় পর্যায়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের তত্বাবধায়ক বাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডাঃ সুলতান আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের স্যানিটেশন এর অগ্রগতি ও এসডিজি-৬ অর্জনে পাওয়ার পয়েন্টে তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ।
রংপুরে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সাইকেল র্যালী
রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
রংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র্যালী হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর প্রেসক্লাবে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ রংপুর জেলার কমিটির উদ্যোগে রংপুর প্রেসক্লাব থেকে সাইকেল র্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রেসক্লাব, লালবাগ ও পার্কের মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি জুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রল্লাদ রায়, ছাত্রফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিনা মুর্মু, ছাত্রফ্রন্ট মহানগর আহ্বায়ক সাজু বাসফোরসহ অন্যরা।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মাদক, জুয়া, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন বন্ধ,পর্নোগ্রাফি বন্ধসহ ৯ দফা দাবী তুলে ধরেন বক্তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy