রেখা মনি নিজস্ব প্রতিবেদক,
রংপুরে জামাতের ১০ নেতা-কর্মী গ্রেফতার
রংপুরে জামাতের ১০ নেতা কর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হলেও রাতে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানার এসআই আল আমীন হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। রাতে আদালতের মাধ্যমে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানা আমীর ফরহাদ হোসেন মণ্ডল, সেক্রেটারি শাহানত মিয়া, সদস্য মোঃ লোকমান আলী, মশিউর রহমান, আব্দুল মালেক, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, ওয়ায়দুর রহমান, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, নগরীর দক্ষিণ বাবু খাঁ এলাকায় জামাত নেতা লোকমান হোসেনের বাড়িতে অবস্থান নিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করছে এমন অভিযোগ ছিল আমাদের বিরুদ্ধে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালাই।
এসময় দশ জনকে আটক করা হলেও অনেকে পালিয়ে যায়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
ওসি আরো জানান, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।