রোস্তম আলী: রংপুর
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রংপুর মেডিকেল মোড়ে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশন, রচিমহা স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন রংপুর নার্সিং কলেজ, রংপুর মিডওয়াইফারি নার্সেস সোসাইটি, বেসরকারি স্টুডেন্ট এসোসিয়েশনসহ রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নার্সদের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াই সমমান দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার দাবি জানানো হয়। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মো: ফোরকান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্যকরী সভাপতি মনোয়ারুল আলম মনা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান জনি, ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশন, রচিমহা সভাপতি তারেক, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মারুফ রহমান প্রান্ত, সাধারণ সম্পাদক হাবিবা বেগম, প্রাইম নার্সিং কলেজের আহসানুল আলমসহ রংপুর বিভাগের বিভিন্নস্তরের শিক্ষানবীশ নার্সরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..