প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ১১:৪২ পি.এম
রংপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ,স্বামী-স্ত্রীর মৃত্যু !
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
(১০ মে) বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার ভেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Facebook, Twitter share
নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিশোরপুর গ্রামের আব্দুর রহিম খন্দকার (৭০) ও তার স্ত্রী উম্মে সালমা (৬০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর থেকে আব্দুর রহিম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রংপুরে যাচ্ছিলেন।
The Daily Surjodoy
বিকেল সাড়ে পাঁচটায় দিকে ভেলুপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী উম্মে সালমা মারা যায় এবং গুরুতর আহত আব্দুর রহিম খন্দকারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Surjodoy.com
কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান সেলিম বলেন, দুর্ঘটনাস্থল থেকে চালক আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি রংপুর বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপটি জব্দ করা হয় ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy