রংপুরে পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৫
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
মডার্ন মোড় এলাকার হিমাগার এর পার্শে ঢাকা রংপুর মহাসড়কে পিক-আপ ভ্যানের সাথে ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন অটো রিক্সার যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জুলাই) মধ্য রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তাজহাট মেত্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এতথ্য নিশ্চিত করেছেন। নিহত কামাল রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশু গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে।
ওসি জানান, ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
Leave a Reply