প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২১, ২:১৬ পি.এম
রংপুরে পুলিশের ধাওয়া লাঠিচার্জ, নৌকায় জাল ভোটে আটক – ইভিএমে বয়োবৃদ্ধের সংশয়
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকা প্রার্থী কর্মীরা আনারস প্রার্থীর কর্মীদের মেরে ফেলার হুমকি দিলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া একটায় কেন্দ্রের সামনে ফিরোজ আলম নামে পীরগঞ্জ যুবলীগের এক নেতা এসে নৌকা মার্কার সমর্থকদের একত্রিত করে ঘোষণা দেন, 'এখানে নৌকা ছাড়া আর কিছুই থাকবে না। আনারস সমর্থকদের মাটিতে পুঁতে ফেলো।'
এতে উত্তেজিত হয়ে ওঠে আনারস প্রতীকের সর্মথকরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। বাকবিতন্ডাসহ হাতাহাতি হয় এ সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন।এই ঘটনার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান শাহিন এর অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী প্রার্থীর পক্ষে বিপুল পরিমান বহিরাগত লোকজন এসে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকের সমর্থক কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে হুমকি-ধামকি দিচ্ছে। এতে ভোট সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বহিরাগত ফিরোজ আলম এসে আমাদের সামর্থ্য কর্মীদের ওপর হামলা চালায়।
এই অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান মণ্ডল জানান, আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের ভোট কেন্দ্রে আসতে নানাভাবে বাধাগ্রস্ত করছে।
ভোট কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এএসআই নারায়ণচন্দ্র জানান, কেন্দ্রের বাইরে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আবার, রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার সময় মামুন ও মাসুদ রানা নামের দুই জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, রংপুর পীরগঞ্জ ইউপি নির্বাচনে মদনখালী ইউনিয়নের ১০ কেন্দ্রের মধ্যে খেতাবেরপাড়া ও মদনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়া কে কেন্দ্র করে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ'র প্রভাষক তৌহিদ ও তারেক এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
ইভিএমে ভোটাধিকার প্রয়োগ পদ্ধতি দেখিয়ে দেওয়ার কথা বলে নৌকা প্রতীকে ভোট
দেওয়ার অভিযোগের কমতি নেই বলে জানান উক্ত ভোটকেন্দ্রের একাধিক পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারা। আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy