রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
মেট্রিক পদ্ধতির প্রচলন বাস্তবায়নসহ ওজন ও পরিমাপে কারচুপি রোধে এবং পণ্যে ভেজাল প্রতিরোধ কল্পে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮” এর আওতায় বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার,(২৪.০১.২১) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর মহানগরীতে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন, সিও বাজার, কেল্লাবন্দ, রংপুর এর দুইটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০লি: এ ৮৫মিলি এবং ৭৫মিলি জ্বালানী তেল কম প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব মো: লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব ইবাদত মানিক।জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এরূপ অভিযান চলমান থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy