তৌহিদ আহাম্মেদ রেজাঃ
রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার মামলায় রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি নামের দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোতয়ালী মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক এফএম আহসান হাবিব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে রুপালী ন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে মামলা করেন
ছোটন মিয়া নামে এক ভুক্তভোগী।
অভিযুক্ত রবিন চৌধুরী রাসেল পল্লী টিভির রংপুর প্রতিনিধি ও দৈনিক শ্রমিক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া একাত্তর সংবাদ২৪.কম এবং অপরাধ বার্তা ডটকম নামে অনলাইন পোর্টালে রংপুর প্রতিনিধি হিসেবে রয়েছেন। অপর আসামি শরিফা বেগম শিউলি দৈনিক দাবানল স্টাফ রিপোর্টার , দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক আমাদের কণ্ঠ, ইনফো বাংলা ও চ্যানেল টি ওয়ানে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেন চাকরিপ্রত্যাশী ছোটন মিয়া। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার চার্জশীট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার বিবরণে জানা যায়, রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার রুপালি ন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি নামে দু'জন বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে ছোটন মিয়া রংপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।
আদালত ওই মামলাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৩ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআই এর উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
বুধবার দুপুরে ওই মামলায় আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy