রেখামনি, স্টাফ রিপোর্টার: বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ অন্তরে ধারণ করে নানা আয়োজনের মধ্যে দিয়ে রংপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজি রহমানসহ অন্যরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবনকর্ম নিয়ে আলোচনা শেষে জেলা প্রশাসক রংপুরের ১২ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২০ জন দুস্থ মহিলার মাঝে ২ হাজার করে টাকা বিতরণ করেন। এর আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফরেন্সে ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এদিকে দিবসকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) মোছাঃ আয়েশা ছিদ্দিকা বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট ইমরানা বারীসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।