রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল, সকাল ১১টায়, নগরীর প্রেসক্লাব চত্ত্বরে গ্রাম-শহরের শ্রমজীবীদেরকে এক মাসের খাদ্য ও ৫ হাজার টাকা প্রদান, প্রতিদিন কমপে এক লক্ষ করোনা টেস্ট বিনামূল্যে করা, প্রত্যেক জেলা সদরের হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই চালু ও কমপেক্ষে ২০টি আইসিইউ বেড স্থাপন এবং সকল নাগরিককে বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান, রংপুর মেডিকেলে নষ্ট ডায়ালাইসিস মেশিন দ্রুত পরিবর্তন করে নতুন মেশিন কিনে গরীর মানুষের চিকিৎসার সুযোগ করে দেয়া, শুধু ভারত নয় চীন ও রাশিয়াসহ একাধিক দেশ থেকে টিকা আনার উদ্যোগ নেয়া, মুনিয়ার সায়েম সোবহান আনভীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, সরকার অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করায় লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ায় ইতোমধ্যে তারা ঋণগ্রস্থ হয়েছে। তাই শ্রমজীবী পরিবারগুলোতে দ্রুত খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করতে হবে। আবার করোনা মোকাবিলায় লকডাউনের বাইরে এর চিকিৎসার জন্য পর্যাপ্ত টেস্ট, করোনা চিকিৎসার জন্য সকল ওষুধ বিনামূল্যে সরবরাহ করা, সকল টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা করা দরকার ছিলো। কিন্তু সরকার সে দায়িত্ব ঠিকভাবে পালন না করায় সরকারি হাসপাতালেও একেকজন করোনা রোগীর ৭০/৮০ হাজার টাকা খরচ হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, করোনা চিকিৎসার জন্য এ সকল আয়োজন নিশ্চিত করে বিনামূল্যে সকল করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, করোনা চিকিৎসার ডামাডোলে সরকারি হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ভীষণ বিপদে পড়েছে। রংপুর সরকারি মেডিকেলে গত ২৫ দিন থেকে ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করার কোন উদ্যোগ নেই। ফলে বেসরকারি ক্লিনিকে ডায়ালাইসিস করতে গিয়ে গরীব মানুষ সর্বশান্ত হচ্ছে। অবিলম্বে সরকারি মেডিকেলে অন্যান্য রোগের চিকিৎসা পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানানো হয়। সভাপতি বলেন, আমাদের এ সকল দাবির সাথে ঢাকায় সাম্প্রতিক মুনিয়ার হত্যায় প্ররোচনাকারী সায়েম আনভীর-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy