রেখা মনি,রংপুর
রংপুরের হারাগাছ থেকে আবারো জাল ব্যান্ডরোলসহ নকল বিড়ি উদ্ধার করেছে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। উদ্ধারকৃত এসব ব্যান্ডরোলের মূল্য সাত লাখ টাকা।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার দক্ষিণ কার্তিক এলাকায় অভিযান চালিয়ে এসব জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় কাস্টমস কর্মকর্তা একেএম খায়রুল বাশার জানান, কাস্টমসের বিভাগীয় কমিশনারের নির্দেশে একটি অভিযানিক দল হারাগাছের দক্ষিণ কার্তিক গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোল জব্দ করেছে। এসব ব্যান্ডরোলের বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী জানান, এ ঘটনায় একটি ফৌজদারী মামলা করা হবে। চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৬ জুলাই বৃহস্পতিবার হারাগাছের পশ্চিম পোদ্দারপাড়া থেকে প্রায় এক কোটি ৩৮ লাখ টাকার জাল ব্যান্ডরোল বিড়িসহ উদ্ধার করা হয়। এছাড়াও ১১ জুলাই শনিবার হারাগাছের আরও দুইটি গোডাউন হতে নিবন্ধনহীন প্রজাপতি, যমুনাসহ বিভিন্ন নামি-বেনামি ২৯ লাখ ১২ হাজার শলাকা বিড়ি