প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৭:২৮ পি.এম
রংপুরে মাদকবিরোধী অভিযান ৩ জনের কারাদণ্ড
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
রংপুর সিটি কর্পোরেশনের মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
বৃহ:বার (১৪ জুলাই) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন, রংপুর সিটি কর্পোরেশনের নুরপুর এলাকার মিলন (৪১), আশরতপুর এলাকার সাদেকুল ইসলাম(৩৫) ও খামারপাড়া এলাকার আমিনুল ইসলাম (৪০)।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ৩ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিলন, সাদেকুল ইসলাম ও আমিনুল ইসলামকে যথাক্রমে ১৫ দিন, ২ মাস ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও প্রত্যেককে ১'শ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy