রেখা মনি, নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে আরপিএমপি কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ ভগিবালাপারা সবুজবাগ গুরু ডিটারজেন্ট এন্ড সোপ ফ্যাক্টরীতে ডিসি ডিবি মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে, এসি (ডিবি) মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (নিঃ) মোঃ সামিউল আলম, এ বি এম ফিরোজ ওয়াহিদ, এস আই(নিঃ) আবু ছাইয়ুম তালুকদার, এসআই(নিঃ) মনোরঞ্জন রায়, এসআই ( নিঃ) মোঃ নাজমুল ইসলাম ইসলাম, কং/৫৪২ মোঃ মোঃ শাহজাহান মিয়া অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সবুজবাগ (ভগিবালাপারা) মোঃ আতিকুর রহমান (৩৫) পিতা- মোঃ আঃ মান্নান এর গুরুডিটারজেন্ট এন্ড ফ্যাক্টরী তে অভিযান পরিচালানা করে- ক) নকল ডিটারজেন্ট ৫০০ কেজি খ) super excel er ২০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রামের প্যাকেট সহ মোট ১০০০ প্যাকেট, ওজন ৩০০ কেজি গ) super excel এর বিভিম্ন খালি প্যাকেট ৩০০০ পিস ঘ) ক্যালসিয়াম ক্যামিকেল ১০০ কেজি ঙ) সোডিয়াম বাই কার্বোনেট ১০০ কেজি চ) নকল সাবান ২০০০ পিস ছ) তৈরির যন্ত্রপাতিসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাহাত বিন কুতুব বিএসটিআই আইনে ১৫(১)/২৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড আদেশ দেন।