রংপুরে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে রংপুরে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং ১৯ জুন (শনিবার) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কোয়ারেটাইন সেন্টারে চীনের সিনোফার্মার টিকা দেয়া হয় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু জাকিরুল ইসলাম, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, ডাঃ সৈয়দ মামুন ইসলামসহ অন্যরা।
উদ্বোধনী দিনে ২৯৪ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়। রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, এ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। যেন তাদের ক্লাস চালু করা যায়।
তা না হলে আগামীতে দেশ চিকিৎসক সংকটে ভুগবে এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যহত হতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy