রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধিঃ
গতকাল মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, রংপুর জেলা শাখার উদ্যোগে ৱ্যালি ও শহরস্থ রোকেয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব থেকে ৱ্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোকেয়ার ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি রংপুর জেলার সংগঠক এবং কেন্দ্রীয় সদস্য আইনজীবী কামরুন্নাহার খানম শিখা। তিনি বলেন, বেগম রোকেয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছেন। তার লড়াইয়ের ফলাফল হিসেবে নারীরা আজ শিক্ষিত হচ্ছে এবং সমাজের, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু রোকেয়ার স্বপ্নের নারী-পুরুষের সমমর্যাদার সমাজ আজও প্রতিষ্ঠিত হয়নি। এখনো সমাজে নারীরা পুরুষের লালসার শিকার। শিশু থেকে শুরু করে বৃদ্ধা-সকলে আজ পুরুষ শাসিত দৃষ্টিভঙ্গির অন্তরালে বলি হচ্ছে। নারীরা সম্পত্তিতে সম অধিকার পায়নি। সমকাজে সমমজুরী নারীরা পায়না। এভাবে ঘরে-বাইরে সর্বত্র নারীরা শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছে। তাই রোকেয়ার স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় তার সংগ্রামী চেতনাকে ধারণ করে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy