রোস্তম আলী: রংপুর
মুক্তিযুদ্ধে প্রথম শহিদ শংকু সমজদার দিবস উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনে, গতকাল ৩ মার্চ ২০২১ সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: মোছাদ্দেক হোসেন বাবলু। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী, নাট্য ব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মো: শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আফিফা ইশরাত চেতনা প্রমুখ। স্কুলের শিক্ষক শারমিন আক্তার ও রওজাতুন নাহার প্রেমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস আক্তার। অনুষ্ঠানে মাইশা তারান্নুম, কুয়াশা আক্তার এশা, প্রযুক্তা অক্ষর, ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি, সফুরা খাতুন ও ফারহানা আক্তার বীথি নৃত্য, সংগীত ও আবৃত্তি উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা শহিদ শংকুর স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা দাবি করেন, শহিদ শংকুর সাহসীকতার গল্প আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy