রংপুরে শিক্ষা সংকট নিরসনের দাবীতে ছাত্র ইউনিয়নের সমাবেশ ও স্মারকলিপি প্রদান
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
Facebook Twitter share
করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও বিকল্প শিক্ষা কার্যক্রম চালু সহ ১৪ দফা দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের উদ্যোগে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
Surjodoy.com
১৩ জুন ২০২১ রবিবার সকাল ১১ ঘটিকায় সংগঠনটির স্টেশন রোডের জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগর এলাকার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি ছাত্র নেতা আবু সালেহ্ মো: সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্র নেতা আশিষ
The Daily surjodoy
সরকার দেবাশীষ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আবির-ইয়ামান, রংপুর জেলা সহ-সাধারণ সম্পাদক সাগর ইমদাত, সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
The Daily surjodoy
সমাবেশে বক্তরা সরকারের নিকট করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কবলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং বিকল্প শিক্ষা কার্যক্রম চালু, শতভাগ শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাকসিন নিশ্চিতকরণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শতভাগ পাঠদান নিশ্চিতকরণসহ ১৪ দফা দাবী জানান।
The Daily surjodoy
সমাবেশ শেষে একই দাবী সম্বলিত বিষয় নিয়ে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy