রংপুরে শিশুকে ধর্ষণ ;৪৮ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১৩, রংপুর কর্তৃক চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয়
একমাত্র আসামী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ২৮ জুলাই ২০২১ ইং তারিখ রংপুর জেলার পীরগাছা থানাধীন নরসিংহ (বাগবাড়ি) গ্রামস্থ ০৬ বছরের শিশু কন্যাকে মোবাইলে গান শোনানোর প্রলোভন দেখিয়ে আসামী তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন ভিকটিমকে উদ্ধার করে, কিন্তু আসামী তুষার ইমরান (১৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়, কিন্তু ভিকটিমের অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে পাশ্ববর্তী কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনাটি সংবাদ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের বাবা গত ০৮ আগস্ট ২০২১ ইং তারিখে রংপুর জেলার পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করে।
এজাহার দায়ের করার সাথে সাথে
র্যাব-১৩ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট ২০২১ খ্রিঃ বিকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন পূর্ব পাড়া গ্রামস্থ জনৈক রফিকুল ইসলাম (আসামীর খালু) এর ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী তুষার ইমরান (১৮), জেলা-রংপুর’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy