রংপুর ব্যুরো:
রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণের দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১১টায় বিভিন্ন দাবি সম্বিলিত ফেষ্টুন, ব্যানার ও লাল পতাকার বিশাল মিছিল শাপলা চত্বর হতে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলা কার্যালয়ের নিচে ভূমিহীনদের সমাবেশে স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মহোদয় সংক্ষিপ্ত বক্তৃতায় ভূমিহীনদের আবাসন সংকট নিরসনে সর্বোচ্চ পদক্ষেপ নিবেন বলে উপস্থিত ভূমিহীন সদস্যদের আশ্বস্থ করেন। স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় কাচারী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা বাসদ আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুলইসলামভূমিহীন সংগঠক মনোয়ার হোসেন, পেয়ারী খাতুন, মুক্তা খাতুন, বোনারুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, দেশের দারিদ্র্য পীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম । এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসা বাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। এরা কোন রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪/৫ Rb মিলে ১টি ঘর ভাড়া দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না।মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ "রংপুর বিভাগীয় সদর দপ্তর " উদ্বোধন অনুষ্ঠানে অত্যন্ত জোর দিয়ে ভূমিহীন- গৃহহীনদের গৃহ নির্মানের জন্য প্রয়োজনে জমি কিনে হলেও আবাসনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশ দিয়েছেন। নেতৃবৃন্দ অতিদ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নের জোর দাবিজানান। পাশাপাশি অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল,ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবিও করেন। উল্লেখ্য আবাসন সংকট নিরসনে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয মেয়র বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মেয়র মহোদয়ের অনুপস্থিতিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপি গ্রহন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোঃ রুহুল আমিন মিয়া।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy