রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
রংপুরে পিকআপের ধাক্কায় অটো যাত্রী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঐ অটো চালককে।
শনিবার (২৯ মে) রংপুর নগরীর দর্শনা মোড়স্থ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় একটি ব্যাটারি চালিত মালবাহী অটো সড়কের পাশে খাদে উল্টে গেলে অটোতে থাকা ব্যবসায়ীর মৃত্যু হয়।
Surjodoy.com
জানা গেছে ভোর পাঁচটায় অটোভরা কাঁচা মরিচ নিয়ে সিটি বাজার উদ্দেশে বাড়ি থেকে রহনা হয় মঞ্জুরুল ইসলাম (৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী ।
যাত্রাপথে সকাল সাড়ে পাঁচটার দিকে দর্শনা মোড়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছালে বিপরীত দিক হতে দ্রুতগামি পিক আপভ্যান অটোটিকে ধাক্কা দেয় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় মঞ্জুরুল ইসলাম এবং গুরুতর আহত অটো চালক।
The Daily surjodoy
পরে কিছু অটো চালকের চিৎকারে পথচারী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা খবর দিয়ে তাৎক্ষনিনক ঘটনাস্থলে পৌঁছে মৃত.ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ।
নিহত মঞ্জুরুল ইসলাম মিঠাপুকুর থানার কিশামত রসুলপুর গ্রামের আকবর আলীর ছেলে বলে শনাক্ত করেছেন নিহতের ছোট ভাই ।বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এসআই ওবায়দুল হক জানায়- নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মরাদেহ শনাক্তের পর লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
The Daily surjodoy
তাৎক্ষনিক ভাবে ঘাতক পিকআপটি আটক করা যায়নি, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, পিকাআপের চালককে শনাক্ত করা গেলে তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply