প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২১, ৭:০১ পি.এম
রংপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
রংপুরে আল্টিমেটাম দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে এক সাংবাদিক। টিসিবি’র রংপুরের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ রায়ের অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ হুমকি দেয়া হয়। রংপুরে কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার প্রেসক্লাবের সামনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী কর্মসুচিতে জানানো হয়, টিসিবির’র আঞ্চলিক কর্মকর্তার নানা অনিয়ম সংক্রান্ত সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকায় খবর প্রকাশ হলে এসব পত্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলাসহ নানা ধরনের হুমকী প্রধান করেন। আগামী সাত দিনের মধ্যে ওই কর্মকর্তার শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ স্টান্ড রিলিজ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসুচির ঘোষনা দেয়া হয়। হুমকী দেয়া হয় আত্মহত্যারো। দৈনিক করতোয়ার মহানগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পীর অভিযোগ, মানববন্ধন কর্মসুচি বন্ধে তাকে মুঠোফোনে অনেকবার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সংবাদ প্রকাশের পর থেকেই তাকে মানষিকভাবে নির্যাতন করছেন টিসিবি’র এই কর্মকর্তা। তিনি আক্ষেপ করে বলেন, একজন দূর্নীতি পরায়ন সরকারি কর্মকর্তার শাস্তি না হলে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলবে, তাই তাদের হাতে মৃত্যুর চেয়ে তিনি নিজেই গায়ে পেট্টোল ঢেলে আগুনে পুরবেন। এ ছাড়াও রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলনকে সদর কোতয়ালী থানার এসআই আনছারুল ও জাহাঙ্গীর আলম কর্তৃক হুমকী দেয়ার ঘটনায় সাংবাদিকগন উদ্বেগ প্রকাশ করে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এতে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, দৈনিক সংবাদের স্টাফ রির্পোটার লিয়াকত আলী বাদল, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, রিপোটার্স ক্লাব স্পাাদক শাহ বায়োজিদ আহমেদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পি, সরকার মাজহারুল মান্নান, রাজু, সিটি প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবীর মানিক,"জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার "স্টাফ রিপোর্টার "রেখা মনি "রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, রংপুর ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক জুয়েল আহমেদপ্রমুখ। মানববন্ধনে রংপুরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy