রেখা মনি, স্টাফ রিপোর্টার:
রংপুরের ১৩ ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী ফজলে এলাহি ফুলু’র নেতৃত্বে ভারাটে লোকজন ৩নং চেকপোস্ট উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় সাবেক সেনা কর্মকর্তা আফজালসহ বাংলা টিভি রংপুর প্রতিনিধি বাধনসহ ৪/৫ জন সাংবাদিক রক্তাক্ত, আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী ফজলে এলাহি ফুলু’ কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত বাংলা টিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন,ফটোসাংবাদিক মেজবাহুল হিমেলসহ কয়েকজন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপরে রংপুরের সাংবাদিক সমাজ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাশাপাশি হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশ কমিশনারের কাছে। অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।
এদিকে নিউজ ২৪ টিভি এর রংপুর প্রতিনিধি রিজাউল করিম মানিক তার ফেসবুক পেজে একথা জানিয়েছেন। আর এদিকে জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার” স্টাফ রিপোর্টার “সাংবাদিক রেখা মনি বলেন,এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে তীব্র নিন্দা ও ঘৃণা জানাই । অপরাধকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এটা দাবি করেন ।এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাংবাদিক ,বাংলা টিভির সাংবাদিক বাঁধন এবং তার পিতা অবঃপ্রাপ্ত আর্মি আফজাল হোসেন এর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।
[…] রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার […]
[…] রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার রংপুরের মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাস প্রত্যাহার।এব্যাপারে তাঁর সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন। মিঠাপুকুরে তছলিম উদ্দিন ৫০নামে এক নৈশপ্রহরীকেবৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগে প্রকাশ। এ ঘটনা উপজেলার শঠিবাড়ীতে গত ৮আগষ্ট শনিবার ভোরে ঘটেছেবলে প্রত্যক্ষ দর্শিরা জানান।শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে নৈশ প্রহরী মারা যায় তার গ্রামের বাড়ী দুর্গাপুর ইউনিয়নস্থ শীতলগাড়ী গ্রামে।তার বাবার নাম মৃত নিজাম উদ্দিন। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করেছেন। ঘটনায় নিহত তছলিম এর ছেলে ইয়াসিন ১০জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন। ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈশপ্রহরীপিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে। শনিবার ভোররাতে তার দায়িত্বপালনে সাহেব আলীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রমজান আলী১৮ নামে ১ চোরকে আটক করে। সে পাশের পীরগঞ্জের জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে রমজান বলে,নৈশপ্রহরী তছলিমও ঐ চুরির সঙ্গে জড়িত করে । এ কথা শুনে স্থানীয়লোকজন ঐ দুই জনকে গণপিটুনি দেয়,মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাফর আলী স্যার কে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।এব্যাপারে অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাসের সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন বলে এ প্রতিনিধিকে জানান।গণপিটুনির মামলার তদন্ত চলছে। জাফর আলী বিশ্বাসের বিরুদ্ধে সাধারন মানুষের অসখ্য অভিযোগ রয়েছেবলে অভিজ্ঞ মহল মনে করেন। […]