প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২০, ৩:৩৮ পি.এম
রংপুরে সাবেক সেনা কর্মকর্তাসহ সাংবাদিকের উপর অতর্কিত হামলা
রেখা মনি, স্টাফ রিপোর্টার:
রংপুরের ১৩ ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী ফজলে এলাহি ফুলু’র নেতৃত্বে ভারাটে লোকজন ৩নং চেকপোস্ট উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় সাবেক সেনা কর্মকর্তা আফজালসহ বাংলা টিভি রংপুর প্রতিনিধি বাধনসহ ৪/৫ জন সাংবাদিক রক্তাক্ত, আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী ফজলে এলাহি ফুলু’ কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত বাংলা টিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন,ফটোসাংবাদিক মেজবাহুল হিমেলসহ কয়েকজন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপরে রংপুরের সাংবাদিক সমাজ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাশাপাশি হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশ কমিশনারের কাছে। অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।
এদিকে নিউজ ২৪ টিভি এর রংপুর প্রতিনিধি রিজাউল করিম মানিক তার ফেসবুক পেজে একথা জানিয়েছেন। আর এদিকে জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার" স্টাফ রিপোর্টার "সাংবাদিক রেখা মনি বলেন,এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে তীব্র নিন্দা ও ঘৃণা জানাই । অপরাধকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এটা দাবি করেন ।এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাংবাদিক ,বাংলা টিভির সাংবাদিক বাঁধন এবং তার পিতা অবঃপ্রাপ্ত আর্মি আফজাল হোসেন এর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy