রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
দীর্ঘ ১২ বছর পর রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন মামলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। রোববার দুপুর ১২:৩০ টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ তারিখে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আকমল হোসেনের ১৩ বছর বয়সী শিশু কন্যা রাত ৮ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ের কাছে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষক আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অত্যাধিক রক্ত ক্ষরণে শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছেছিলো। এ ঘটনায় শিশুটির বাবা আকমল হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন। মামলায় বাদী পক্ষের ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামীকে দোষী সাব্যস্ত করে যাবত জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy