রেখা মনি,রংপুর
বুধবার ২৯/০৭/২০২০ ইং দুপুর অনুমানিক ১২ ঘটিকার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেনসহ সঙ্গীয় অফিসার-ফোর্স একত্রে রংপুর শহরস্থ চেকপোষ্ট, আরকে রোড ও ধাপ কেল্লাবন্দ এলাকায় বিভিন্ন মালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।
ন্যাশনাল কমিউনিটি হাসপাতাল, চেকপোস্ট,
সিভিল সার্জন, রংপুর এর অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে উক্ত হাসপাতাল এর ম্যানেজার কে ৫০,০০০/- টাকা জরিমান অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড আদেশ দেয়া হয় এবং হাসপাতালটি সিলগালা করে বন্ধ ঘোষনা করা হয়।
সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোম, চেকপোস্ট,
সিভিল সার্জন, রংপুর এর অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে উক্ত ক্লিনিকের ম্যানেজারকে ৫০,০০০/ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোম:
সিভিল সার্জন, রংপুর এর অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে উক্ত হাসপাতালের ম্যানেজার কে ১,০০,০০০/- টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেয়া হয়।
রংপুর স্কয়ার হাসপাতাল, আর কে রোড
সিভিল সার্জন, রংপুর এর অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে উক্ত হাসপাতালের ম্যানেজারকে ৫০,০০০/- জরিমানা করেন। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ড এর আদেশ দেন।
মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার:
সিভিল সার্জন, রংপুর এর অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা, বর্জ্য ব্যাবস্থাপনা সঠিক নাই, অস্বাস্থ্যকর পরিবেশ এর কারণে ম্যানেজার কে ৩০,০০০/- টাকা জরিমান অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
আইডিয়াল ডায়াগনিস্টিকস সেন্টার:
বর্জ্য ব্যবস্থাপনা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে উক্ত ডায়াগনস্টিক সেন্টারের ম্নেোজারকে ২০,০০০/- অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সর্বমোট ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও সিভিল সার্জন রংপুর এর প্রতিনিধি ডাঃ রুবাইয়াত হাসান উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy