রানী আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে ৬৫ কেজি গাঁজাসহ আটক ৪
রংপুরে পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ দুই চালক ও দুই হেলপারকে আটক করা হয়েছে।
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা পণ্যবাহী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
অপরদিকে, রংপুরের কাউনিয়ার হলদিবাড়ি সড়কে রোববার সকাল ৮টার দিকে আলুভর্তি পিকআপে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরে ঢাকা-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চালক রাজা মিয়া ও হেলপার মিজানুর রহমানকে ক্যাভার্ডভ্যানসহ আটক করা হয়। আটককৃত দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আটককৃতরা হলেন বরিশালের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম ও পটুয়াখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টার দিকে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কের হলদিবাড়ি এলাকায় পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে তা থামানো হয়। পরে বস্তা খুলে তার ভেতরে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা ঐ পিকআপের চালক ও হেলপার।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই চক্রটি পরিবহন শ্রমিকের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে।