রংপুরে ৱ্যাব-১৩ কর্তৃক অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক
প্রেস বিজ্ঞপ্তি:
রোস্তম আলী রংপুর জেলা প্রতিনিধিঃ
ৱ্যাব প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ৱ্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
২২ জুন ২০২১ খ্রিঃ মোঃ নাজমুস সাকিব নামে এক ব্যক্তি নীলফামারীর ঠিকানা দিয়ে বিক্রয় ডট কম এর মাধ্যমে মোবাইল বিক্রয়ের বিজ্ঞাপন দেয়। পরবর্তিতে সে নিজেকে থানার ওসি বলে পরিচয় দেয়। উক্ত বিজ্ঞাপনের আকর্ষণীয় অফার দেখে মোঃ রেজাউল করিম নামে এক ব্যক্তি একাধিকবার মোবাইল ফোনে কথা বলার পর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করেন।
কিন্তু প্রতারক চক্র মোবাইল কুরিয়ারের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও মোবাইল ফোন পরবর্তিতে আর দেয়নি।
এর পরিপ্রেক্ষিতে মোঃ রেজাউল করিম নিজে বাদী হয়ে সিপিএসসি, ৱ্যাব-১৩, রংপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। তথ্য উপাত্তগুলো বিবেচনায় এনে ৱ্যাব-১৩ উক্ত অভিযোগ পত্রটির সত্যতা অনুসন্ধানে ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, ৱ্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন ২০২১ তারিখ, সন্ধ্যায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন চারতালা মোড়স্থ নুরুজ্জামান চা ঘর নামক দোকানে অভিযান পরিচালনা করে উক্ত অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য
১। সান্টু মোল্লা (২০), জেলা-পাবনা ২। নাজমুস সাকিব (১৮), ৩। আদিল হোসেন (১৮), ৪। মোঃ নুর ইসলাম রাজ (১৬), আরপিএমপিদের’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা প্রতারণার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগরীর কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy