রংপুর ব্যুরো:
ৱ্যাব প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ৱ্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় ৱ্যাব-১৩ রংপুরের সিপিএসসি-এর কোম্পানী কমান্ডার মেজর সরফরাজ তার গোপন তথ্য সূত্রে জানতে পারে নীলফামারী থেকে রংপুর বাইপাস দিয়ে একটি সবজিবাহী পিকআপ গাড়িতে কাঁচা মালের বস্তার ভিতরে ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতেই শুরু হয় অভিযান, টানা ৫ ঘন্টা অভিযান শেষে ঢাকা রংপুর মহাসড়কের দর্শনা মোড় এলাকায় আলুর বস্তা ভর্তি একটি পিকআপ তল্লাশি করে ৩টি আলুর বস্তার ভিতর হতে ৪০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় তিন যুবক মাদক ব্যবসায়ীকে আটক করে ৱ্যাব-১৩। আটক তিন যুবক গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্ভুক্ত পাঁচলক্ষী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে মোঃ শাহ আলম (৩৫), একই এলাকার আলমাছ এর ছেলে সোহেল (৩৭) এবং দিনাজপুর জেলার সদর থানার অন্তর্ভুক্ত খ্রিস্টানপাড়া মহল্লার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন। তারা তিনজনই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান ৱ্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সিপিএসসি, ৱ্যাব-১৩। ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সরফরাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কাঁচা মাল ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে ৱ্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে বলে জানায় আরপিএসসি ৱ্যাব-১৩। পরে ৱ্যাব-১৩ বাদী হয়ে রংপুর মহানগর তাজহাট থানায় একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় আসামীদের হস্তান্তর করে।