রংপুর কাউনিয়ায় ভারতীয় সিরিয়াল দেখতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
Facebook Twitter share
রংপুরের কাউনিয়া উপজেলার বালাটাড়ায় টিভিতে ভারতীয় সিরিয়াল দেখতে নিষেধ করায় সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
Surjodoy.com
শনিবার (১২ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১১ জুন) রাতে কিশোরীর লাশ উদ্ধার করে কাউনিয়া থানার পুলিশ।
The Daily surjodoy
কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া কাউনিয়ার কৃষক সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে মেয়েটি ভারতীয় একটি চ্যানেলের সিরিয়াল দেখায় এ নিয়ে বাব-মা তাকে বকাবকি করেন। এতেই অভিমান করে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
The Daily surjodoy
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, নিহতের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত না করে মরদেহ দ্রুত দাফনের পরিকল্পনা করে। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy