রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফিরুজুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মান কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে। এতে বাধ সাজে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিত্যাক্ত ভবনগুলো। যা নিজ মালিকানার দোহাই দিয়ে দখল করে রেখেছেন একটি মহল। গতকাল বৃহস্পতিবার উক্ত ভবনের অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙ্গে দেন রংপুর সিটি কর্পোরেশন।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফিরুজুল ইসলাম বলেন, রংপুর সিটি কর্পোরেশন কতৃৃক পরিচালিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই টার্মিনালের ব্যাপক উন্নয়ন কাউ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে রংপুর সিটি কপেৃঅরেশনের একটি পুরাতন ভবন রয়েছে। সেটি মালিকানা দাবী করেন একটি মহল। সমস্ত কাগজপত্র যাচাঁই বাচাঁই করে আজ তা ভেঙ্গে দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy