রোস্তম আলী: রংপুর
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় মঙ্গলবার দুপুরে নগরীতে মিছিল এবং বঙ্গবন্ধু’র মুড়ালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেহেদী হাসান সিদ্দিকী রনি ও তার সমর্থকরা। দুপুর ২টা ৩০মিনিটে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু’র মুড়ালে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রনি ও তার সমর্থকরা।
উল্লেখ্য, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির ওপর আরোপিত অভিযোগ আদালতে সত্য প্রমাণিত না হওয়ায় তাঁর অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পুনরায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহাল করা হয়। এছাড়া আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়। গত রবিবার (৩১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy