নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক স্কুল শিক্ষিকা।তার বাবা একজন মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সামনে এখনই কোন মন্তব্য করতে তিনি রাজি হননি।
মামলার এজাহারে বলা আছে, ২০১৭ সালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। রনি তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ ছাড়াও বিভিন্ন সময় কাজের কথা বলে রনি ১৮ লাখ টাকা নিয়েছে বলে শিক্ষিকা অভিযোগ করেন। পরে বিয়ে করার কথা বললে বিভিন্ন টালবাহানা শুরু করেন রনি। পরে তার বন্ধু-বান্ধব ও স্বজনদের চাপে ২০১৯ সালের ১৮ এপ্রিলে নীলফামারীতে বিয়ে করার জন্য নিয়ে যায়। সেখানে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমারের বাসায় নিয়ে গিয়ে ভুয়া কাজী এনে বিয়ে রেজিস্ট্রি করা হয়।
এদিকে রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ করেছে রংপুর জেলা ছাত্রলীগের একাংশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy