প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৮:৩১ পি.এম
রংপুর নগরীতে লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

রংপুর নগরীতে লেগুনা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ ব্যক্তি আহত হয়েছে, এর মধ্যে ২ ব্যক্তির অবস্থা আশংঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ধান গবেষণা ইনন্সিটিউট এর পাশে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একটি লেগুনা যাত্রী নিয়ে মিঠাপুকুরের দিক হতে নগরীর মডার্ণ মোড়ের দিকে
যাচ্ছিল এবং ঐ সময়ে একটি পিক-আপ মডার্ণ মোড়ের দিক হতে মিঠাপুকুরের দিকে যাচ্ছিল ফলে উক্ত স্থানে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে লেগুনার চালকসহ দুইজন গুরুতর আহত হয় এবং লেগুনায় থাকা আরো ৩ যাত্রী আহত হয়।

পরে এলাকাবাসী রংপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে রংপুর ফায়ার সার্ভিতে দুটি ইউনিট সেখানে আসে এবং আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী রিপন (২৮) বলেন- সকালে গাড়ী দুটি রাস্তার দুই দিক থেকে আসতেছিল কিন্তু হঠাৎ তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে এই ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান- আমরা খবর পাওয়া মাত্রই
ঘটস্থলে রওনা দিয়েছি এবং দুটি গাড়ীর মাঝখান থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ,আরো ৩জন যাত্রীসহ মোট ৫জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতলে জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার এসআই আলামিন বলেন- আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাই। এই দুর্ঘটনায় গুরুতর আহত ২ ব্যক্তিসহ
৫জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, আমরা দুর্ঘটনার সাথে জড়িত যানবাহনকে থানা আটক রেখেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy