রেখা মনি, রংপুর নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগরীর ক্যাডেট কলেজ থেকে লালবাগ কলেজ পাড়া পর্যন্ত আর সি সি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার নির্মাণ কাজের উদ্বোধনপূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তফিজার রহমান মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রমজানুল হক নিহাদ, রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, দৈনিক সময়ের আলোর অনলাইন ইনচার্জ মুনিফ আম্মার, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা, রসিক তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বি এম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তুষার কিবরিয়া প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন রংপুরের মানুষের উষ্ণ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলাম উল্লেখ করে বলেন, রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরে নির্মাণ কাজের মাধ্যমে আমিন মোহাম্মদ কন্সট্রাকশন নির্মাণ কাজের উদ্বোধন হলো। রংপুরের মানুষ চাইলে রংপুরের উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করবে এ প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন দৈনিক সময়ের আলো রংপুরের মানুষের সুখে-দুঃখে সংবাদ করে প্রকাশ করে থাকে, সময়ের আলো আপনাদের রংপুরের মানুষের উন্নয়নের চিত্র তুলে ধরবে। শেষে ফিতা কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রমজানুল হক নিহাদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy