রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার
রংপুর নগরীর মর্ডাণ মোড় আশরতপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞাসহ কারণ দর্শানোর নোটিশ জারির পরেও অবৈধভাবে জোর পূর্বক রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী সিটি মেয়রসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েও সষ্ঠু সামাধান পাননি, বরং উল্টো হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানী হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুুরে নগরীর মর্ডাণ মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আলতাব হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর তাজহাট মৌজাধীন মর্ডাণ মোড় আশরতপুরের মৃত আবুল হোসেনের ছেলে তিনি। পৈত্তিক সূত্রে প্রাপ্ত জেএল ৯৭ ও দা ৭৫৬-৭৬০ ভুক্ত জমি ভোগ দখল করে আসছেন।
হঠাৎ করে একই এলাকার মৃত ইলিয়াছ আলীর দুই ছেলে এমাদ মিয়া ও বেলাল হোসেন তার জমি জোর পূর্বক দখল করে রাস্তা ও ড্রেন নির্মাণ করতে গত ১১ জুলাই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দখল নিতে চায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাদের বাঁধা দিলে তারা আমাকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশসহ হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলা নং-৭২।
পরে রংপুর সদর সিনিয়র জজ আদালতে শুনানী শেষে ওই জমিতে নিষেধাজ্ঞা জারিসহ বিবাদী এমাদ মিয়া ও বেলাল হোসেনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
একই সঙ্গে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি সিটি কর্পোরেশকে লিখিতভাবে অবহিত করলে সিটি মেয়র কাজ স্থগিতের নির্দেশ দেন। কিন্তুু এমদাদ গংরা সিটি কর্পোরেশনকে ম্যানেজ কওে কোন কিছুর তোয়াক্কা না করে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বিষয়টি জানিয়ে তাদের কাজ বন্ধের জন্য বলা হলে তারা তা মানছেন না। বরং উল্টো বহিরাগত ও পুলিশ দিয়ে নানা রকম হয়রানীসহ প্রাণনাশ ও মিথ্যা মামলার দেয়ারও হুমকি দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে পৈত্তিক সম্পত্তিতে অবৈধভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধসহ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সিটি মেয়রসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে লিটন মিয়া, সাদেকুল ইসলামসহ তার পরিবাদের সদস্যরা উপস্থিত ছিলেন।
[…] রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার […]
[…] রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যুবকের থাপ্পড়ে অসুস্থ হয়ে অটোরিকশা (মেকার) কেশব চন্দ্র বর্মন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিণ মুসরাত মদাতী মালীর স্কুলে এ ঘটনা ঘটে। জানা যায়, কেশব চন্দ্র বর্মন (৫৫) উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিণ মুসরাত মদাতী গ্রামের মৃত গগন চন্দ্র বর্মনের ছেলে। তিনি অটোরিকশা ম্যাকানিক্সের (মেকার) কাজ করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মালীর স্কুল মাঠে ১৫/২০ যুবক ফুটবল খেলছিলো। ওই সময় হঠাৎ করে ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে দুগ্রুপে মারামারি শুরু হয়।পরে তাদের মারামারি কেশব চন্দ্র বর্মন থামাতে গেলে ওই যুবকরা কেশব চন্দ্র বর্মনকে গালাগালি করেন।পরে লিয়ন নামে এক যুবক কেশব চন্দ্র বর্মনকে থাপ্পড় মারেন সেখানে তিনি অসুস্থ হয়ে পরে যান।পরে স্থানীয়রা অসুস্থ কেশব চন্দ্র বর্মনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, তার পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। […]