রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার
রংপুর নগরীর মর্ডাণ মোড় আশরতপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞাসহ কারণ দর্শানোর নোটিশ জারির পরেও অবৈধভাবে জোর পূর্বক রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী সিটি মেয়রসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েও সষ্ঠু সামাধান পাননি, বরং উল্টো হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানী হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুুরে নগরীর মর্ডাণ মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আলতাব হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর তাজহাট মৌজাধীন মর্ডাণ মোড় আশরতপুরের মৃত আবুল হোসেনের ছেলে তিনি। পৈত্তিক সূত্রে প্রাপ্ত জেএল ৯৭ ও দা ৭৫৬-৭৬০ ভুক্ত জমি ভোগ দখল করে আসছেন।
হঠাৎ করে একই এলাকার মৃত ইলিয়াছ আলীর দুই ছেলে এমাদ মিয়া ও বেলাল হোসেন তার জমি জোর পূর্বক দখল করে রাস্তা ও ড্রেন নির্মাণ করতে গত ১১ জুলাই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দখল নিতে চায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাদের বাঁধা দিলে তারা আমাকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশসহ হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলা নং-৭২।
পরে রংপুর সদর সিনিয়র জজ আদালতে শুনানী শেষে ওই জমিতে নিষেধাজ্ঞা জারিসহ বিবাদী এমাদ মিয়া ও বেলাল হোসেনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
একই সঙ্গে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি সিটি কর্পোরেশকে লিখিতভাবে অবহিত করলে সিটি মেয়র কাজ স্থগিতের নির্দেশ দেন। কিন্তুু এমদাদ গংরা সিটি কর্পোরেশনকে ম্যানেজ কওে কোন কিছুর তোয়াক্কা না করে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বিষয়টি জানিয়ে তাদের কাজ বন্ধের জন্য বলা হলে তারা তা মানছেন না। বরং উল্টো বহিরাগত ও পুলিশ দিয়ে নানা রকম হয়রানীসহ প্রাণনাশ ও মিথ্যা মামলার দেয়ারও হুমকি দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে পৈত্তিক সম্পত্তিতে অবৈধভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধসহ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সিটি মেয়রসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে লিটন মিয়া, সাদেকুল ইসলামসহ তার পরিবাদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy