রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
রংপুর ব্যুরোঃজাতীয় সংসদের স্পীকার ও রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন পীরগঞ্জে হিন্দু পল্লিতে আগুন দেয়া ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত।এ ঘটনায় যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে ।
ঘটনার মূলে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার কমিরগঞ্জ মাঝি পাড়া এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্পীকার বলেন,পীরগঞ্জ শান্তিপূর্ণ এলাকা।এখানে এবার ৯৮ টি মন্ডপে দুর্গাপূজা হয়েছে।পূজা মন্ডপে ব্যক্তিগত ভাবে আমি সহায়তা করেছি।কোথাও কোনো সমস্যা হয় নি।গুজব তুলে গ্রামের সহজ সরল মানুষের বাড়ি ঘরে বিক্ষিপ্ত ভাবে হামলা করা হয়েছে।হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা, চাল,শুকনো খাবার,শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়েছে। এখন তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে যে সকল মন্দির ক্ষতি গ্রস্ত হয়েছে তা পূর্ণ নির্মাণ করে দেয়া হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান,রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার,উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী সহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে আজ ( মঙ্গলবার) সকালের দিকে বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর আসেন স্পিকার। সেখান থেকে সড়ক পথে নির্বাচনী এলাকা পীরগঞ্জের মাঝি পাড়া পরিদর্শনে আসেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy