রংপুর ব্যুরো
সারা দেশের ন্যায় সোমবার (৩ মে) রংপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩’র প্রতিপাদ্য বিষয় হলো-মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ, জেলা, মহানগর ও সকল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও একটি ৱ্যালী বের করা হয় এবং শহরের প্রধান সড়ক দিয়ে ৱ্যালীটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে এক কাতারে সামিল হয়ে এ দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা হয় এবং সাংবাদিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে দীর্ঘ আলোচনা হয়।এই আলোচনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় সভাপতি, সাংবাদিক আ: আজিজ চৌধুরী সাঈদ, বিভাগীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি সাংবাদিক এনামুল হক স্বাধীন, জেলা সহ-সভাপতি সাংবাদিক আতিকুর রহমান আতিক, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নূর-ই-রাব্বী, মহানগর সভাপতি সাংবাদিক মো: রুস্তম আলী সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ, বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৭তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।