রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার:
রংপুর মডেল কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৫ আগস্ট’২০২০ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত করা হয়।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় রংপুর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অত:পর দুপুর ১২টায় কলেজ হলরুমে ম্যানুয়াল ও ভার্চুয়াল পদ্ধতিতে শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সরকারি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তৈয়ব মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস শুকুর খান। ভার্চুয়ালী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারাহ রিস্তা সৃষ্টি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দ্বিপান্বীতা ব্যানার্জী, ম্যানুয়ালি ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন- একাদশ শ্রেণির শিক্ষার্থী রাহিমাতুল মুনতাহা, পরে বিভিন্ন প্রতিযোগিতায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক পুস্তক অসমাপ্ত আত্নজীবনী, কারাগারে রোজনামচা, আমার দেখা নয়াচীন পুরস্কার প্রদান করা হয়েছে।
উক্ত আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ আইন উদ্দিন। উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন- অর্থনীতি বিভাগের প্রভাষক মাহমুদুল হক শিমুল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy