রংপুর প্রতিনিধি:
সন্ত্রাস-জঙ্গিবাদ চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে রংপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টে আরো নতুন করে ২৬টি সিসি ক্যামেরার উদ্বোধন করল রংপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরী ধাপ পুলিশ ফাঁড়িতে ২৬টি সিসি ক্যামেরা উদ্বোধন করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। উদ্বোধন শেষে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ইতোমধ্যেই ১০০টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো নগরীকে, পর্যায়ক্রমে আরো সিসি ক্যামেরা বসানো হবে এবং এর মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ বলেন, সিটি কর্পোরেশনের কারিগরি ও আর্থিক সহায়তায় এসব ক্যামেরা মেট্রোপলিটন পুলিশ বসিয়েছে এবং বাস্তবায়ন করছে। এসব ক্যামেরা অপারেটের মাধ্যমে নগরীর অপরাধমুক্ত রাখতে গুরুতপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মো: মাহমুদুর রহমান টিটু, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ), ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর), জমির উদ্দিন, টিআই দেলোয়ার হোসেন(উত্তর-জোন)ও টিআই, বেলাল হোসেন (দক্ষিণ-জোন) ও রসিক সহকারী প্রোগ্রামার মোঃ নূর আলম মিয়া। এই সিসি ক্যামেরার অর্থায়ন ও বাস্তবায়ন করেন-রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ও এর ব্যবস্থাপনায় থাকবেন-ট্রাফিক বিভাগ, রংপুর।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy