রংপুর মহানগরে ১০ সেপ্টেম্বর’২৩ সকাল ১০টা থেকে টাউন সার্ভিস চালুর বিরুদ্ধে অটো মালিক ও শ্রমিকরা অটো চলাচল বন্ধ করে প্রেসক্লাব, রংপুর চত্ত্বরে অনশন শুরু করেন।
অনশন চলাকালীন সময়ে অটো মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ টাউন সার্ভিস চালুর বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দেন এবং তাদের ৯ দফা দাবী আদায়ের পক্ষে দাবীগুলো তুলে ধরেন-
দাবীগুলো হচ্ছে (১) অবিলম্বে মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত বন্ধ করা; (২) অবিলম্বে অটো রিক্সা ও চার্জার রিক্সা স্ট্যান্ড স্থাপন; (৩) চলাচলের রাস্তা প্রশস্তকরণ; (৪) অটো মালিক ও শ্রমিকদের উপর পুলিশি হয়রানী বন্ধকরণ; (৫) সদর হাসপাতালকে শ্রমিক হাসপাতালে ঘোষণা করা; (৬) অটো ও রিক্সা চালকদের লাইসেন্স নিশ্চিত করা; (৭) বেকার শ্রমিকদের কর্মসংস্থান তৈরি করা; (৮) রংপুর মহানগর এলাকায় হাইওয়ে রাস্তা অবমুক্তকরণ; (৯) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে অটো ও রিক্সাভাড়া বৃদ্ধিকরণ।
অনশন চলাকালীন সময়ে বেলা ১:৪৫ মি: রংপুর সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা অনশন স্থলে উপস্থিত হয়ে অনশনকারীদের আশ্বাস দিয়ে বলেন-আমি ও আপনাদের সংগঠনের ৩ জন করে নেতা সাথে নিয়ে প্রশাসনের সাথে বিকেল ৫টায় আলোচনা করে আপনাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত আপনাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিন। মেয়রের আশ্বাসে অনশনকারীরা তাদের অনশন প্রত্যাহার করে নেন। অনশন চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy