রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার জিডি নং-২১৬৬, তাং-২৯/০৮/২০২১খ্রি. মূলে উক্ত থানার একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
গত ২৯/০৮/২০২১খ্রি. ২২.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন স্টেশন রোডস্থ সিএনবি মাঠ থেকে ইমন আহমেদ @ প্রিন্স (২৮), পিতা- মুন্না মিয়া, সাং-ঠিকাদারপাড়া আলমনগর, জাবেদ টায়ার হাউজের পার্শ্বে,
থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে আটক করতঃ তাহার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ক্রয়ের মূল উৎসের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের আলোকে অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এর
নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত রাজিফুজ্জামান বসুনিয়া সঙ্গীয় এসআই/নিঃ গনেশ চন্দ্র রায়, এসআই/নিঃ মেহেরুল ইসলাম, এসআই/নিঃ মনোয়ার হোসেন, এসআই/নিঃ এরশাদ আলী,
এএসআই/নিঃ নুরনবী এবং সঙ্গীয় ফোর্সসহ রাত ২৩.৩৫ ঘটিকায় বদরগঞ্জ রোডস্থ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ইসমাইল হোসেন বাবু(২৪), পিতা- আতিকুর রহমান, মাতা-মোছাঃ হোসনে আরা বেগম, সাং-মাদাম বিবিরহাট, থানা-সীতাকুন্ড,
জেলা- চট্টগ্রাম এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার বাসায় রক্ষিত একটি মোটর সাইকেলের ভিতরে বিশেষ কায়দায় রাখা একটি প্যাকেটের ভিতরে ৮০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনাস্থল হইতে ঘটনার সাথে সম্পৃক্ত ১) ইমন আহমেদ @ প্রিন্স (২৮) এবং ২) ইসমাইল হোসেন বাবু(২৪) দ্বয়কে আটক করা হয়।
উক্ত বিষয়ে কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা যথাক্রমে মামলা নং-৬৯, তারিখ-৩০/০৮/২০২১খ্রিঃ, ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০(ক)/৪১ ও মামলা নং-৭০,
তারিখ-৩০/০৮/২০২১খ্রিঃ, ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০(ক)/১৪(ক)/৩৮/৪১ রুজু করা হয়েছে।