রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত ; শ্রেষ্ঠ এসআই এরশাদ :
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর মে’২০২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
Surjodoy.com
উক্ত অনুষ্ঠানে আরপিএমপির কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে আজ (১০ জুন) সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ কমিশনারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
The Daily surjodoy
রংপুর মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ের প্রথম স্থান অর্জনকারী পুলিশ সদস্য ও ইউনিটের নাম ঘোষণা করেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মফিজুল ইসলাম।
The Daily surjodoy
জানা গেছে মে’২০২১ মাসে আরপিএমপির ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন এসআই(নিঃ) এরশাদ আলী, কোতয়ালী থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি) এর এসআই (নিঃ) আবু সাইয়ুম তালুকদার, শ্রেষ্ঠ এএসআই (নিঃ) শাহজাহান হোসেন, কোতয়ালী থানা, আরপিএমপির ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ সার্জেন্ট আশরাফুজ্জামান, ট্রাফিক দক্ষিন।
The Daily surjodoy
উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন ,রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (ডিবি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), সকল সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনর্চাজগণ ।
Leave a Reply