রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রায় তিন মাস ধরে সব এসি বিকল ! দেখার কেউ নেই
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
Facebook Twitter share
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের অভিযোগ, শুধু এসি নয়, ইলেকক্ট্রিক ফ্যানও চলে না। এতে তীব্র গরমে যন্ত্রণা সহ্য করতে পারছে না অনেক পোড়া রোগী।
চিকিৎসকরাও বলছেন, গরমে আগুনে পোড়া রোগীদের কক্ষে এসি চালু রাখা খুবই জরুরি।
Surjodoy.com
দিনাজপুর ঘোড়াঘাট থেকে অগ্নিদগ্ধ এক বছরের শিশু জাকারিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। তার সাথে আছেন মা রহিমা বেগম। এসি নষ্ট থাকায় হাত পাখা দিয়েই কোলের শিশুকে বাতাস করছেন তিনি। রহিমা বেগম জানান, বার্ন ইউনিটে বৈদ্যুতিক ফ্যানও নেই। শরীরে ২০ ভাগ পোড়া নিয়ে ছটফট করছে তার এক বছরের শিশু। দিন রাত বাতাস করতে হয়, না করলে ছটফট করতে থাকে আমার সন্তান।
The Daily surjodoy
গাইবান্ধা থেকে শরীরের ১৫ ভাগ অগ্নিদগ্ধ শিশু আব্দুল্লাহকে নিয়ে এ বার্ন ইউনিটে রয়েছেন আফরোজা বেগম। তিনিও হাত পাখা দিয়েই কোলের শিশুকে বাতাস করছেন। তিনি জানান, বার্ণ ইউনিটে ২২ দিন ধরে ছটফট করছে তার দুই বছরের শিশুটি। আফরোজা বেগম বলেন, বাবা কি কমো তোমাক, এসি তো নাই নাই, এটে কোনা ফ্যানও নাই।
The Daily surjodoy
হামরা আসছি থাকি দেখি, এসি চলে না। পাখা দিয়ে বাতাস করতে করতে হাত ব্যথা করে কিন্তু কিছু করার কিচ্ছু নাই। নীলফামরী জলঢাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আকলিমা (৬) বাবা আলাকুল মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে দুই মাস থেকে এখানে আছি। কোন দিন এসি চলে নাই। হাত পাখা দিয়ে বাতাস করি।
The Daily surjodoy
আমরা গরিব মানুষ, আমরা তো ফ্যান কিনতে পারি না। খুব কষ্ট করে আছি। একই অবস্থা শিশু ঋষি মনি, মাহিশ, আমিনুলসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সব পোড়া রোগীরা।
The Daily surjodoy
চিকিৎসকরা বলছেন, চিকিৎসা দিয়েও এসি না থাকায় আগুনে পোড়া রোগীদের খুব একটা ফল পাওয়া যাচ্ছে না। হাসপাতালের তথ্য মতে গত এক মাসে এ বার্ন ইউনিটে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিম জানান, মন্ত্রণালয় থেকে বাজেট পাশ হয়েছে। এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy