রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায় গাঁজাসহ মহাসিন আলী (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফুল বাবু (২৫) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
রোববার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্রেফতার ইউপি সদস্য ও যুবককে আদালাতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১০ এপ্রিল) রাতে সদ্যপূষ্করিণী ইউনিয়নের পালিচড়া বড়ভিটা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মহাসিন আলী ওই ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে এবং সদ্যপুষ্করিণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। এছাড়া ফুল বাবু বড় ভিটা এলাকার মৃত আব্দুর মজিদ মিয়ার ছেলে। সদ্যপুষ্করিণী ইউনিয়ন বিট পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
রংপুর সদর কোতোয়ালি থানার ভার প্রাপ্তকর্মকর্র্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাঁজাসহ ইউপি সদস্য ও এক যুবককে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।